মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় পেশাদার মোটরযান চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্সে ভুল হওয়া জন্মতারিখ সংশোধন ও স্মার্টকার্ড পাওয়ার ক্ষেত্রে শিথিলতার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার, ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে আয়োজিত এ কর্মসূচীতে চুয়াডাঙ্গা ছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরা জেলার শতাধিক ভুক্তভোগী চালক এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারুল ইসলাম, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়ার্দ্দার প্রমুখ।বক্তারা বলেন, কয়েক বছর ধরে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন ফাইল পড়ে আছে। এসব আবেদনপত্রের কোনো সুরাহা হচ্ছে না। ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধনের দাবি তুলে গত তিন মাসে আরও দু’বার মানববন্ধন করা হয়। একজন পেশাদার চালক ৪/৫ বার নবায়ন করে স্মার্ট কার্ড পাওয়ার পরও বর্তমানে জন্ম তারিখ ভুলের কারণে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। ৪৭৭ নং স্মারকে ২০০১ সালে জন্মতারিখ সংশোধনের জন্য একটি প্রজ্ঞাপন হয়েছিল।
ওই প্রজ্ঞাপনের পর জানা মতে ২০১৬ সালে জন্ম তারিখ সংশোধনের জন্য আরও একটি প্রজ্ঞাপন জারি হয়। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী ভলিউমে সঠিক তথ্য থাকা চালকদের জন্ম তারিখ সংশোধন পূর্বক নবায়নের সুযোগ এবং নন-স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স শিথিল করে দ্রুত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে।তারা আরও বলেন, অনেক চালকের শ্রেনী সংযোজন, শ্রেনী পরিবর্তন, নথিভুক্ত কার্যক্রমে কয়েক বছরের মধ্যে এখনও পর্যন্ত জটিলতা নিরসন হয়নি। অনেক চালকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরও জন্ম তারিখের জটিলতার কারণে তারা লাইসেন্স পাচ্ছেন না। ফলে চালকরা তাদের পূর্বের লাইসেন্স ও নবায়নের স্লিপ নিয়ে ২/৩ বছর ধরে রাস্তায় মোটরযান চালাতে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা স্লিপ এবং পূর্বের লাইসেন্স মানতে রাজি হচ্ছেন না। চালকরা বারবার লাঞ্ছিত হচ্ছেন। তাদের গুনতে হচ্ছে মোটা অংকের জরিমানা। চালকদের জরিমানা প্রদান এবং মামলা নিষ্পত্তির জন্য দূরের জেলায় যেতে হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না