মাহমুদ হাসান রনি:
দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির বয়লারে স্লো-ফায়ারিং'র মাধ্যমে ২৩/২৪ সালের আখ মাড়াই মৌসুম শুরুর প্রথম ধাপ উদ্বোধন হয়েছে। শুক্রবার, ২৪ নভেম্বর দুপুরে ঐতিহ্যবাহী কেরু এ্যান্ড কোম্পানির চিনিকল সেক্টরের বয়লারের প্রবেশদ্বারে আগুন জ্বালিয়ে শ্লো ফায়ারিং এর মাধ্যমে ২৩/২৪ মাড়াই মৌসুমের প্রাথমিক শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন। এসময় প্রতিটি বিভাগের মহাব্যবস্থাপক, অফিসারবৃন্দসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মোঃ শামসুজ্জোহা। উল্লেখ্য আগামী ১৫ই ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে মিলের আখ মাড়াই উদ্বোধন হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না