পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ১০৪
আজিজুল ইসলাম:
খুলনার পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলার নবাগত কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার নিতিশ চন্দ্র গোলদার, ওসি তদন্ত তুষার কান্তি দাস, উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাশ।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, কে এম আরিফুজ্জামান তুহিন, বাবু রিপন কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, প্রানী সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, যুব উন্নয়ন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাচিবুর রহমান, খুলনা রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা জি এম জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাব রেজিস্টার অজয় কুমার শাহা,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজীবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ফরেষ্ট অফিসার প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংক জয়ন্ত কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা মোঃ ছামিউল আলম, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আবুল বাসার, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু,আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম কবির, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।