শিবপুরে আ’লীগের একডজন প্রার্থীর মনোনয়ন জমা
- আপডেট সময় : ০৭:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৭২
মাহবুব খান, শিবপুর:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগের একডজন (১২ জন) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা সকলেই নৌকা প্রতীক চান। মনোনয়ন প্রত্যাশীরা হলেন শিবপুরের বর্তমান এমপি জহিরুল হক ভূঞা মোহন, জেলা আওয়ামীলীগরে সহ-সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল কবীর সাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, ওয়াশিংটন মেট্রো শাখা আওয়ামীলীগের সভাপতি মোহসীনা জান্নাত রিমি, বশিরুল ইসলাম, মাসুদ হায়দার ও পিয়াস হায়দার।
আগামী নির্বচানে এই আসন থেকে আওয়ামী লীগের ১২ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করায় এলাকায় আলোচনার ঝড় বইছে। প্রার্থীদের মধ্যে হেভিওয়েট ২জন প্রার্থীর ছাড়াও রয়েছে তরুণ প্রজন্মের একাধিক জনপ্রিয় প্রার্থী।তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন নৌকার মাঝি সেটিই এখন দেখার বিষয়।