মোক্তার হোসেন, খুলনা:
জীব জগতের অস্তিত্বে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে পানি। মানুষের জীবন ধারণের জন্য অক্সিজেনের পরই পানি।পানিই জীবন,পানিই খাদ্য,কেউ থাকবে না পিছিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় পানিই জীবন প্রকল্পের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ডরপ এনজিও উপজেলা কোর্ডিনেটর আবু সাইম এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ড. মুস্তাইন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম ও কৃষি অফিসার আব্দুল্যাহ আল- মামুন।
অনুষ্ঠানে সরকারী ও বেসরকারি পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের উন্মুক্ত সংলাপ ও আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন বলেন, বাংলাদেশের একেবারেই শেষ সীমানা হলো খুলনার এই কয়রা উপজেলা। এখানে মোট সাতটি ইউনিয়নে প্রায় ছয়টি ইউনিয়নে পানির সমস্যা।
তিনি আরও বলেন, ডরপ এনজিওর ভূমিকা অনেক, তারা কয়রায় সাতটি ইউনিয়নে পানির যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন তা অনেকটাই বাস্তবায়ন করেছে। তাই আমি ডরপ এনজিও কে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
তিনি আরও বলেন এই পানির সমস্যা দূরীকরণের জন্য সরকারি ভাবে যথাসাধ্য সমাধানের চেষ্টা করবো এবং আমার বিনীত অনুরোধ থাকবে সমস্ত এনজিও প্রতিনিধির কাছে যে বেশি বেশি পানি নিয়ে কাজ করে সকল স্তরের জন সাধারণের পানির কষ্ট লাঘব করার জন্য। আপনরা সবাই যদি এগিয়ে না আসেন তাহলে বাংলাদেশের এই পানি উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন আমরা সকলেই সরকারী, বেসরকারী বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ভাবে এই পানির কষ্ট লাঘব করি এবং দেশের সর্ব স্তরের জনসাধারণকে নিয়ে তা বাস্তবায়ন করে নিজের এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না