বাগেরহাট প্রতিনিধি:
আমাদের আবাদযোগ্য এক ইঞ্চি যায়গাও ফাকা রাখা যাবে না। পরিবেশবান্ধব কৃষি উৎপাদনে আমাদের প্রাকৃতিক সার ব্যবহার করতে হবে। পরিবেশ ও মাটিবান্ধব কিটনাশক ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট এর জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
শনিবার, ১৮ নভেম্বর সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাটের উদ্দ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায়” পরিবেশবান্ধব কৃষি বিষয়ক যুব উদ্ভুদ্ধকরন কর্মশালায় বাগেরহাট এসিলাহ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সপ্রসারণ অধিদপ্তর কামারবাড়ী বাগেরহাট এর কৃষি প্রকৌশলী লুনা রাণী মল্লিক, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, এছাড়া সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড়শতাধিক যুব প্রতিনিধি এতে অংশগ্রহন করে। কর্মশালার শেষে ২০ জন যুব জনগোষ্টিকে পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনে উদ্ভুদ্ধকরনে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না