রাজশাহী ব্যুরো
Go Green ‘’ উদ্যোগের অধীনে EV (বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন স্থাপন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পরিবেশ বান্ধব ও টেকসই যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে নেসকো। এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর শুক্রবার সকালে নেসকোর সহায়তায় রাজশাহীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে EV ( বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন এর যাত্রা শুরু করলো মেসার্স লতা ফিলিং স্টেশন। চার্জিং স্টেশনটির শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, বিপিএএ।
নেসকো পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান, চেয়্যারম্যান (গ্রেড-১), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, নেসকো পিএলসি, কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকগণ এবং এস এম ফয়সাল, পরিচালক, রিভেরি পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এছাড়া নেসকোর আওতাধীন সকল সাব-স্টেশনকে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল ও মনিটরিং করার লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপনের জন্য রাজশাহীর কলাবাগান এ মেইন কন্ট্রোল সেন্টার (এমসিসি) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ মো: হাবিবুর রহমান, বিপিএএ । এই স্থাপনাটি হবে ৫ তলা বিশিষ্ট একটি আইকনিক ‘গ্রিন বিল্ডিং’ এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে নেসকোর সকল উপকেন্দ্র ও বিতরণ লাইন কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল ও মনিটরিং করা সম্ভব হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না