প্রতিদিনের বিনোদন:
১৭ নভেম্বর থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা জুনিয়র’। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হবে এই শো। স্কয়ার গ্র“পের কর্মীদের ৬ থেকে ১২ বছরের সন্তানরা অংশ নিয়েছেন এই রিয়েলিটি শো’তে।
১৭ নভেম্বর, শুক্রবার প্রচারিত হবে অডিশন ও গ্র“মিং রাউন্ডের অংশ বিশেষ। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন রন্টি দাস ও কামরুজ্জামান রাব্বি। পুরো আয়োজনের প্রশিক্ষক হিসেবে প্রতিযোগীদের সাথে থাকবেন তারা দু’জন। ১৮ নভেম্বর, শনিবার থেকে শুরু হবে ১০ জন সেরা প্রতিযোগী নিয়ে স্টুডিও রাউন্ড। এই রাউন্ডে মূল বিচারকের আসনে থাকবেন ফাহমিদা নবী, পিন্টু ঘোষ ও মেহের আফরোজ শাওন।
আয়োজনটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘আমরা বেশ আগে থেকেই এই রিয়েলিটি শোয়ের কাজ করছি। এরইমধ্যে অডিশন এবং স্টুডিও রাউন্ডের শুটিং সম্পন্ন হয়েছে। এবার দর্শকের সামনে আসার পালা। আশা করি অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘শিশুরা বরাবরই আমার খুব প্রিয়। শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। এই প্রতিযোগিতায় অনেকদিন ধরে শিশুদের সঙ্গে থাকতে পেরে, কাজ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমরা অনেক মজা করে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছি, গান শুনেছি।
সবচেয়ে ভালো লাগে কোমলমতি শিশুরা কি সুন্দর করে বাংলা গানের চর্চা করে। তারা খুব সিরিয়াস নিজেদের কাজে। এটা দেখে খুব আশান্বিত হই। কারণ এই শিশুরাই তো আমাদের আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’ মৌসুমী মৌয়ের উপস্থাপনায় রিয়েলিটি শো’টি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না