মোঃ রানা সন্যামত, বরিশাল:
বরিশালের উজিরপুর উপজেলায় জামাত নেতাকর্মীরা তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নতুন শিকারপুরে ৩০/৩৫ জন জামাত নেতা ঝটিকা মিছিল করলে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, এসআই মেহেদী হাসান মিলনসহ একদল চৌকস পুলিশ ৭জন জামাত নেতাকে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি,তবে প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃতরা হলেন, উজিরপুর উপজেলার মশাং গ্রামের মৃত মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (২০), মোঃ মোক্তার হোসেন সিকদারের ছেলে গোলাম কিবরিয়া(২৪), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির (১৯), চকমান গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (১৬), চকমান গ্রামের খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার(২০), বরিশাল সদর থানার হারুন অর রশিদ আকনের ছেলে মেহেদী হাসান (২০), বাগেরহাট জেলার মৃত মাসুম বিল্লাহর ছেলে আবু সাঈদ হাওলাদার (২৫)কে গ্রেফতার করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না