আশরাফুল হক, লালমনিরহাট:
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দলীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিহাট জেলা শাখার নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ থেকে তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করেন তারা নেতারা।
সমাবেশে সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বক্তব্য প্রদান করে পদত্যাগের আহবান জানান। দ্রুত পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন বক্তারা। ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী রমজান ইসলাম প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না