মোঃ মোস্তাফিজুর রহমান:
নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সাথে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাবের সকল সাংবাদিক ইউএনও আসমা খাতুনকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
এসময় ইউএনও আসমা খাতুন তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না, সেখানে সমাজের ভাল-মন্দ, সংগতি ও অসংগতি ধরা পড়ে, আপনারা দেশ ও দশের উন্নয়ন বিশেষ করে ধামইরহাটের উন্নয়নে সাংবাদিকরা তাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন বলে আশা করি।’ এ সময় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কারী আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, সুফল চন্দ্র বর্মন, পাস্কায়েল হেমরম, উজ্জল হোসেন, আনিছুর রহমান, একে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না