মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি কর্তৃক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০তলা শয্যা বিশিষ্ট আইসিইউ সহ নবনির্মিত ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন শুভ উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা হতে সংযুক্ত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা সির্ভিল সার্জন মোঃ সাজ্জাৎ হোসেনসহ চুয়াডাঙ্গা জেলার প্রশাসন, সদর হাসপাতাল, শিক্ষা অফিস, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না