চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশ সমাবেশ
- আপডেট সময় : ০৮:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৭০
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল থানা এলাকার গ্রাম পুলিশের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রীলশেডে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা-জীবননগর)জাকিয়া সুলতানা, এনএসআই’র উপপরিচালক ইয়াছিন সোহায়ল, ডিএসবির ডিআইও-১,ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। উক্ত সমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও সুবিধা-অসুবিধার বিষয়ে উন্মুক্ত আলাপ আলোচনা হয়।