বাগেরহাট প্রতিনিধি:
বিএনপি- জামাতের সন্ত্রাসী কর্তৃক দেশপ্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের বিচার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা।
হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু , বীর মুক্তিযোদ্ধ আমির খসরু, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মহিদুল ইসলাম মুকিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শিকদার রেজাউল কবির , সহ-সভাপতি খ,ম মাহবুব রহমান বাদল , সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন লিমন, আহবায়ক সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডশাহীন হালদার, সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নুসহ আরো অনেকে ।
বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিলেন। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে। এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো অপশক্তিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলেও জানান বক্তারা। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ও স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় সমাবেস থেকে।
প্রতিবাদসভা শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে একটি বিক্ষোভ মিছিন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে শেষ হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না