মাহবুব খান, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে ভিন্নধর্মী একটি প্রতিষ্ঠান শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের ৫ম বর্ষপূতি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার আশ্রাফপুরে অবস্থিত শিবপুর প্রতিবন্ধী স্কুলের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক,অভিভাবক প্রতিনিধি আফতাব উদ্দিন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাবিনা আক্তারের সঞ্চালনায় এসময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদের মানুষ করার দায়িত্ব যারা নিয়েছেন তাদেরকে অভিভন্দন জানাই। এই স্কুলের উন্নতিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না