গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে যুবক নিহত
- আপডেট সময় : ০৬:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১০০
রবিউল ইসলাম মিনাল:
রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার চর আশারাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ময়নায় টেক, বাড়িগনর এলাকার ৫৬ এস পিলার এর মাঝামাঝি বৃহস্পতিবার ৯ নভেম্বর দুপুরের দিকে সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এক যুবক ঘাস কাটাতে গেলে বিএসএফের গুলিতে নিহত হয়।
নিহতের নাম হলো, সুমিরুল ইসলাম (১৪) পিতা হাসিবুল, গ্রাম, ময়নায় টেক, বাড়িগনর ৫ নম্বর ওয়ার্ড গোদাগাড়ী জেলা রাজশাহী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বের হয় এরপর ঘাস কাটতে জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশী বাংলাদেশের ভেতরই থাকে এ সময় বিএসএফ থেকে গুলি করে ।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, সীমান্ত এলাকায় আমাদের জমি জায়গা আছে, চাষাবাদের উদ্দেশ্যে আমরা গেলে বিএসএফের অত্যাচারে আমরা ফসল আবাদ করতে পারিনা, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে।
চরআশারাদহ ইউনিয়নের চেয়ারম্যান, মনিরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে চারজন ছেলে একসঙ্গে ঘাস কাটতে যায় বাংলাদেশের সীমান্তের মধ্যে তারা ঘাস কাটছিলো এ সময় বিএসএফ তাদের দেখে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। আমি এ ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।