বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কিশোর ও তরুণদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে ও লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে বাগেরহাটের দশানী ধানসিঁড়ি হোটেলের কনভেসশন সেন্টারে ব্রাকের অধিকার এখানে এখনই প্রকন্প এ সেমিনারের আয়োজন করে।
অধিকার এখানে, এখনই প্রকল্পের বাগেরহাট জেলা স্বমনয়ক এস এম ইদ্রীস আলমের সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, ফ্যামিলি প্লানিং ইনস্টেকটর রেজওয়ান আহম্মেদ, জেলা রহিমা খাতুন ও ইয়ুথ মবিলাইজার স্বদেশ রহমান।
সভায় বক্তারা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কিশোর ও তরুণেরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে নিঃসংকোচে কথা বলতে পারে এবং সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।
তারা আরো বলেন, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করা গেলেই সমাজের সকল স্তরের যুবক-যুবতী ও কিশোর-কিশোরীদের জন্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যা তাদের যৌন ও প্রজনন অধিকার এবং অ-বৈষম্যমূলক লিঙ্গ প্রকাশের বিষয়ে সচেতন এবং ক্ষমতাবান/ আত্মপ্রত্যয়ী করবে বলে বক্তারা মত ব্যক্ত করেন।
সেমিনারে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজে বিশেষ অবদান রাখায় ৬ জন ইয়ুথকে সন্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও ১১টি এনজিও’র প্রতিনিধি ৮জন ইয়ুথসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি সেমিনারে অংশ নেয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না