তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচত ভাইস চেয়ারম্যান অবু হুরায়রা তালুকদার আজ (৮ নভেম্বর) বুধবার দ্বায়িত্ব গ্রহণ করেছেন।
জানা গেছে, উপজেলা পরিষদের (নবনির্বাচিত) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের প্রথম সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ করে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে বসেন ও উপজেলায় আগত জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করা হয়। তিনি জনগণের সেবা করার জন্য উপজেলার বাসির সকলে দোয়া ও সহযোগিতা চাঁন।
উল্লেখ্য গত (১২ জুন) তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক ভোটে নির্বাচিত হন ও ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন নির্বাচিত হন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না