মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত হয়ে পুলিশ সুপার হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিট ইনচার্জগণ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, জেলা ডিএসবির ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ লাইন্স আরআই আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ,পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না