আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রকাশ্যে কলেজে হামলা চালিয়ে ল্যাপটপ ভাংচুর ও অধ্যক্ষকে প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সোমবার (৬ নভেম্বর) রাতে ছাত্রলীগ নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভেলাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ আনিছুল হক। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের রবির উদ্দিনের ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক।
অভিযোগে জানা গেছে, উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকারী পদটি শুন্য হওয়ায় পদটিতে নিয়োগ নিতে অধ্যক্ষককে চাপ প্রয়োগ করে আসছেন ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী। ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে অধ্যক্ষকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছেন। পদটি দখলে নিতে নিজে থেকে প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে প্রতিষ্ঠানে যাতায়ত করছেন তিনি।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে অধ্যক্ষকে ফোন করে অফিসে থাকতে বলে ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী কলেজের অধ্যক্ষের কক্ষে যান। সেখানে তাকে দ্রুত নিয়োগের জন্য চাপ দেন। এ সময় ল্যাপটপে কাজ নিয়ে ব্যস্ত থাকায় রাগান্বিত হয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের সামনে ল্যাপটপটি আঁচড় দিয়ে ভেঙ্গে ফেলেন। একই সাথে অধ্যক্ষ ও তার স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে কলেজ ত্যাগ করেন ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী।
এঘটনায় ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষক আনিছুল হক বাদি হয়ে ছাত্রলীগ নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদি অধ্যক্ষ আনিছুল হক বলেন, ছাত্রলীগের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন অপরাধ করে আসছে ইয়াকুব আলী। কিছুদিন আগে ব্যাকি হাতে নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভিতির সঞ্চার করে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। প্রতিষ্ঠানের সম্পদ নষ্টসহ আমার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছি। ন্যায় বিচার দাবি করেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ আলী হিমেল বলেন, কেউ অপরাধ করলে তার দায় সংগঠন কখনই নিবে না। ব্যাক্তির অপরাধ ব্যাক্তিকেই নিতে হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ এই মাত্র পেলাম। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিএন/নিউজ
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না