কয়রায় ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ৬৭
খুলনা, সংবাদদাতা:
পরকীয়া প্রেমিকাকে দেখতে এসে কয়রা থানার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার এলাকা থেকে ভুয়া গোয়েন্দা পুলিশের কনস্টেবল পারভেজ সুমনকে (প্রকৃত নাম ফরহাদ সানা) জনতা আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া পুলিশ ফরহাদ সানার সাথে মোবাইলে পরিচয় সূত্রে দীর্ঘদিন কথা হয় ঘুগরাকাটি বাজারের এক হোটেল ব্যবসায়ীর স্ত্রীর। সে নিজেকে গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে কথা বলতো। এরই মধ্যে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
গত রবিবার সন্ধ্যায় প্রেমিকাকে দেখতে তার বাড়ি ঘুগরাকাটি বাজারে এলে আগে থেকে জানতে পারা প্রেমিকার স্বামী হোটেল ব্যবসায়ী স্থানীয় জনগণ নিয়ে তাকে আটকে রাখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া পুলিশের বিষয়টি স্বীকার করে। পরে তাকে থানা পুলিশ আটক করে।
জানা যায়, ভুয়া গোয়েন্দা পুলিশ পারভেজের প্রকৃত নাম মোঃ ফরহাদ সানা (২৭)। সে পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের জালাল উদ্দিন সানা পুত্র। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যকে আটক করা হয়েছে। সে স্থানীয় এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে দীর্ঘদিন মোবাইলে প্রেমের সুবাদে দেখা করতে এলে জনগণ আটক করে পুলিশ খবর দেয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মোক্তার হোসেন/ পিএন নিউজ