১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ পালন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৬৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার (৫নভেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নারায়ণগঞ্জ লিং-রোড, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে।
জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং শিমরাইল এলাকায় মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতৃত্বে কয়েকটি টায়ার পুড়ানো হয়। ওইসময় নেতাকর্মীরা সড়কে অবস্থান করে নানা স্লােগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে ঘন্টাখানেকের মধ্যেই সড়ক থেকে সরে যান তারা। এর ফলে তীব্র কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।
এবিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি। যতোদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাই লাউ মারমা জানান, যেকোনো অরাজকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ পালন

আপডেট সময় : ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার (৫নভেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নারায়ণগঞ্জ লিং-রোড, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে।
জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং শিমরাইল এলাকায় মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতৃত্বে কয়েকটি টায়ার পুড়ানো হয়। ওইসময় নেতাকর্মীরা সড়কে অবস্থান করে নানা স্লােগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে ঘন্টাখানেকের মধ্যেই সড়ক থেকে সরে যান তারা। এর ফলে তীব্র কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।
এবিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি। যতোদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাই লাউ মারমা জানান, যেকোনো অরাজকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন