বাগেরহাট প্রতিনিধি:
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বাগেরহাটে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। সকালে নতুন পুলিশ লাইনের সামনে থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইনের সামনে শেষ হয়। পরে বেলুন ওড়ানোর মধ্যে দিয়ে নতুন পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাসেলুজ্জামান এর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অন্য অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (অর্থ),জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান সহ প্রমুখ এদিন কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় এতে পুরস্কার গ্রহণ করেন রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ। এ সময় পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ কমিউনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না