মোজাম্মেল হক, নোয়াখালী:
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- স্লোগানে ৫২ তম জাতীয় সমবায় দিবস নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে উভয় উপজেলায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়। পরে সমবায় র্যালী শেষে চাটখিল উপজেলা পরিষদেও সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও বিশেষ অতিথি ছিলেন ইউসিসিএ চাটখিল উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখনে চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর। সভা পরিচালনা করেন চাটখিল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন।
এদিকে সোনাইমুড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন। সভা পরিচালনা করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ সোহাগ উদ্দিন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না