মাদ্রাসা শিক্ষার মধ্যদিয়ে সমাজ পরিবর্তন সম্ভব
- আপডেট সময় : ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৮৫
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী ইসলামিয়া দাখিল মাদ্রসার অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, মাদ্রাসা শিক্ষার মধ্যদিয়ে সমাজ পরিবর্তন সম্ভব। সমাজের সকল প্রকার অনাচার, অনিয়ম, দুর্নীতি দূর করতে ভবিষ্যৎ প্রজন্মকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা উচিত বলেও বক্তারা উল্লেখ করেন।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান মশিউরের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল মান্নানের পরিচালনায় এসময় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শাহজাহান হাওলাদার, শিক্ষক মাওলানা জিয়াউল হক, গোলাম মাওলা, আল আমিন হাওলাদার, সোলায়মান হাওলাদার, আমিনুর হাওলাদার, আল মামুন গাজী, অভিভাবক হাফেজ ইব্রাহিম মৃধা, নাসির মোল্লা, আলী হোসেন ফিরোজ, শহীদুল হোসেন তালুকদার, হাফেজ মারুফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কারিকুলামে প্রতি ১০ বছর পর পরিবর্তন আনা হয়। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলাই নতুন কারিকুলামের লক্ষ্য।