যুবদল নেতার বাড়িঘরে হামলা, রূপগঞ্জে সড়কে ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন, গুলিবিদ্ধসহ আটক-৪
- আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৭২
প্রতিদিনের নিউজ:
বিএনপির জামাতের ডাকা এক দফা দাবিতে অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ট্রাক ও কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন ভাঙচুরও করে। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে শর্ট গানের গুলি ছুড়েন। এ সময় যুবদল ও ছাত্রদলের চার নেতা কর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার কুসাব এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এসব ঘটনা ঘটে। আটকৃতরা হলেন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মাওলা বিন সাজু ওরফে গোলাম সারোয়ার সাজু, ভুলতা ইউনিয়ন ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাওহিদুল আলম জিসান, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান মিরাজ ও মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিব। এদের মধ্যে পুলিশের ছুড়া শটগানের গুলিতে মেহেদী হাসান মিরাজ ও হাসিব গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে, ১ নভেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা কুসাবো এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা একটি গাছ ভর্তি ট্রাক ও কাভার্ডভ্যান গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ছড়িয়ে যায়। পরে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে বিক্ষুব্ধরা সামনে এগুতে থাকে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং শট গানের গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে। আটকদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়।
ঘটনা সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এখন আর কোন সমস্যা নেই। কেউ যদি নাশকতা করতে আসে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম অভিযোগ করে জানান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষে অবরোধের দ্বিতীয় দিনে ৩শ ফুট সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজের নেতৃত্বে ২শ থেকে ৩শ জনের একদল তার রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিজ বাড়িতে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় আবু মাসুম বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। তার পরিবারের সদস্যদের হামলাকারীরা প্রাণনাশসহ তার নানা ধরনের হুমকি দিয়ে আসে। হামলাকারীরা ঘরে প্রবেশ করে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডও। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এছাড়া কাঞ্চন এলাকায় যুবদল নেতা আনিসুর রহমান শরীফের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে।
তবে, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানজির আহমেদ রিয়াজ তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আবু মাছুম খুবই হিংস্র এবং সন্ত্রাসী মূলক চরিত্রধারী ছাত্রদলের একজন নেতা, তার দলের ভিতরে তাকে নিয়ে অনেক কোন্দল রয়েছে সেই কোন্দলকে কেন্দ্র করে তারা নিজেরাই ঝগড়া বিবাদ সৃষ্টি করে বাড়ি ভাঙচুর করতে পারে। অথবা তারা নিজেরাই ভাংচুর করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করার চেষ্টায় এ ধরনের আত্মঘাতিক কাজ করতে পারে।
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।