পাইকগাছায় পুলিশের গাড়িতে বোমা হামলায় আটক আরো-২
- আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৭৫
আজিজুল ইসলাম, পাইকগাছা:
খুলনার পাইকগাছায় পুলিশের গাড়ীতে বোমা হামলার মামলায় আরো ২ জনকে আটক করেছে থানা পুলিশ এ নিয়ে উপরোক্ত মামলায় আটক মোট ৭ জন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ নুরুল ইসলাম এর ছেলে শেখ জিয়াউল ইসলাম (৪২) ও একই রাতে উত্তর সলুয়া গ্রামের খায়রুল ইসলাম এর ছেলে মোঃ গোলাম রাব্বানী (৪০), কে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উভয়-কে আদালতে সোর্পদ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গত রোববার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এ সময়ে দুই জন পুলিশ সদস্য আহত হয়। ফলে ঐরাতেই ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনের নামে থানায় মামলা হয়, মামলা- ৩১। উপরে উল্লেখিত আসামিদের উক্ত মামলায় আটক করা হয়েছে। পাশাপাশি উপরোক্ত মামলায় গত তিন দিনে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামিদের গ্রেফতার পূর্বক বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।