মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে চুয়াডাঙ্গার জাফরপুরস্থ যুব ভবনে আয়োজিত 'স্মার্ট যুব, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুম আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না