বিয়ের দাবিতে অনশন,অতঃপর গ্রামবাসীর সহযোগিতায় ছেলের বাড়িতে প্রবেশ
- আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৮৫
প্রতিদিনের নিউজ:
নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবীতে মুসলিম যুবকের বাড়ীতে অনশন করছে ২৫ বছরের হিন্দু তরুণী কণিকা রাণী।ঐ তরুণীর বাড়ীতে আসার খবর পেয়ে গত ২৫ অক্টোবর বাড়ীর দরজায় তালা দিয়ে উধাও প্রেমিক আব্দুল মুমিন (৩৩) তার পরিবার। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলা ইউপির ভোলার পালশা গ্রামে।
অনশনরত তরুণীর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় এবং অভিযুক্ত প্রেমিক বদলগাছীর কোলা ইউপির ভোলার পালশা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে বলে জানা যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মুমিন সহ পরিবারের সকলে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যাওয়ায় ২৫ অক্টোবর ঐ গ্রামের জনৈক এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নেন তরুণী কণিকা রাণী। অতঃপর ঐ তরুণী ২৭ অক্টোবর গ্রামবাসীর সহযোগিতায় মুমিনের বাসার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরি মধ্যে মুমিনের মা সহ তার ভাই ও ভাবি তা জানতে পেয়ে বাসায় ফিরে আসে।
এবিষয়ে মুমিনের মা আছিয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা সব মেনে নিয়েছি শুধু আমাদের ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিনা, তার সাথে যোগাযোগ হলে মেয়েটিকে ধর্ম ত্যাগ করিয়ে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবো। মেয়েটি হিন্দু হওয়ায় একটু সমস্যা হচ্ছে।
তরুণী কণিকা রাণী সাংবাদিকদের জানান, মুমিনের পরিবার আমাকে মেনে নিয়েছে শুধু মুমিনের সঙ্গে যোগাযোগ করতে পারছিনা। মুমিন আমাকে যদি বিয়ে না করে তাহলে এখানেই আমি আমার জীবন শেষ করে দিবো।
আব্দুল মুমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।
এ ব্যপারে কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, আমার সঙ্গে ছেলের পরিবারের লোকজন যোগাযোগ করেছিল। আমি বলেছি বিয়ের ব্যবস্থাা করতে। তার পর আর কথা হয়নি। বর্তমানে মেয়েটি ছেলের বাড়ি অবস্থান করছে। ছেলে পলাতক।
ভোলার পালশা গ্রামবাসি বলেন, যেহেতু মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্বামী স্ত্রীর পরিচয়ে তিন বছর কাটিয়েছে, তাই তাঁকে বিয়ে করতে হবে। নাহলে আমরা তাঁকে সামাজিক ভাবে বয়কট করবো। এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মেয়েটি মুমিনের বাড়িতে তাঁর পরিবারের সাথে অবস্থান করছিল।