চিতলমারীতে মোটরসাইকেল ও নছিমন মুখোমুখি সংঘর্ষ,আহত-২
- আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৬৯
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেল ও নছিমন মুখোমুখি সংঘর্ষে মোঃ রনি ফরাজী (২৭) ও মোঃ দেলোয়ার শেখ (২৮) নামের দুই চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২ টার সময় হাসপাতাল সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ র্ঘটনা ঘটে। আহত রনি ফরাজী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের মান্নান ফরাজীর ছেলে ও মোটরসাইকেল চালক এবং দেলোয়ার শেখ বারাশিয়া গ্রামের দবির শেখের ছেলে ও পেশায় একজন নছিমন চালক।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান জানান, সোমবার দুপুরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।
এদেরমধ্যে রনির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে দেলোয়ারের চিকিৎসা চলছে।