রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে এক গ্রাম্য চিকিৎসককে অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে দশটায় নগরীর সিটি হাট এলাকার পূর্ব পাশের রাস্তার একটি ড্রেনের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, চিকিৎসকটির নাম হচ্ছে এরশাদ আলী দুলাল। তার বয়স ৪৮। তার বাড়ি চন্দ্রিমা এলাকার কচুয়াতুইল নামক মহল্লায়। তিনি কিষ্টগঞ্জ গ্রামে গ্রাম্য চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত রোববার রাতে সিটি হাট এলাকায় একটি ড্রেনের পাশে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চন্দ্রিমা এলাকা থেকে অপহরণ করে এখানে এনে হত্যা করা হয়ে থাকতে পারে। এখনই সঠিক কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না