মিজানুর রহমান:
জমি জমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মারা গেলেন ছোট ভাই আব্দুস ছাত্তার (৩৬)। রবিবার, ২৯ অক্টোবর দুপুরে দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে, নিহত আব্দুস ছাত্তার পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, সড়াতৈল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মজিদ আকন্দের ছেলে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তার। এদের জমি জমা বণ্টন এবং বাড়ির সীমানা নিয়ে অনেক দিন ধরে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার দুপুরে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তারের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে তা মারামারিতে রুপ নেয়। এক পর্যায়ে বড় ভাই মজনু আব্দুস ছাত্তারের মাথায় লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছাত্তার গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। ঘাতক মজনু আকন্দ পলাতক রয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নজরুল ইসলাম জানান, তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন। এখন পর্যন্ত এ ব্যাপারে নিহত ব্যক্তির পক্ষ থেকে থানায় কোন মামলা দেওয়া হয়নি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না