চলমান রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্যের প্রাণহানীর ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক
- আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৮১
প্রেস বিজ্ঞপ্তি:
চলমান রাজনৈতিক সহিংসতায় কর্তব্যরত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ এর প্রাণহানীর ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রবিবার (২৯অক্টোবর)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, গতকাল রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্য নিহত এবং বহু গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। এ সহিংসতায় রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনমনে আতঙ্ক তৈরির ঘটনা ঘটেছে যা কোনভাবেই কাম্য নয়।
বিরোধীদলীয় নেতা নিহত পুলিশ সদস্যের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান। বিরোধীদলীয় নেতা সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান।