সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে প্রতিবাদে মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের রমিজ বিপনীস্হ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুরাতন বাস ষ্টেশন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়র সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিমান কান্তির পরিচালনায়,সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত, প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, বিশ্বম্ভর পুর আওয়ামীলীগের সভাপতি বেনেজির আহমদ মানিক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, কেন্দ্রীয় মৎস্যজীবীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক, জাহাঙ্গীর নগর ইউপির ৮নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি আবু হানিফ,জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর ও সাধারণ সম্পাদক রিপন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এড.চান মিয়া, করুণা সিন্ধু বাবুল,যুগ্ম-সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম সেফু, সাংগঠনিক সম্পাদক, জিতেন্দ্র তালুকদার পিন্টু,শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামীলীগ নেতা রণজিৎ চৌধুরী রাজন,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ, ছাত্র লীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেওয়া বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, ঠিক সে সময়েই স্বাধীনতা বিরোধী শক্তি এবং তাদের দোসররা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। (২৮অক্টোবর) বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা আবারো আন্দোলনের লেবাসে আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে।
বাস-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করেছে। জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী একজন পুলিশকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে।শুধু তাই নয়, পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মীদের গায়ে তারা হাত তুলতে দ্বিধা করেনি। এ হরতাল জনগণ মানে না। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সকাল থেকে এই হরতাল প্রতিহত করতে মাঠে আছে থাকবে। বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে আমরা সকল নেতা কর্মীদের নিয়ে মাঠে থাকব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না