সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা কাউন্সিলর ইকবালসহ গ্রেপ্তার-৭
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৭০
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। হরতাল সমর্থনে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করায় রোববার(২৯ অক্টোবর) সকালে সাইনবোর্ড সাহেবপাড়া মিতালী মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে অন্যরা হলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ফারুক হোসেন, ইসমাইল, আক্তার হোসেন ও জসিম।
পুলিশ জানায়, কাউন্সিলর ইকবাল হোসেনের নেতৃত্বে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করেন বিএনপির কিছু নেতাকর্মী।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, মহাসড়কে নাশকতার চেষ্টা করার সময় একজন কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়ে। এর মধ্যে কাউন্সিলর ইকবাল একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জহিরুল হক জানান, সকালে হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার সময় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।