সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপি জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) রাতে শহরের রমিজ বিপনীস্হ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুরাতন বাস ষ্টেশন এলাকা প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগ নেতা বিমান কান্তির পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত,এড.চান মিয়া, করুণা সিন্ধু বাবুল, সুনামগঞ্জ সদর আ.লীগ সভাপতি হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল,জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দেসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ, ছাত্র লীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত বলেন, এ হরতাল জনগণ মানে না। আ.লীগ এই হরতাল প্রতিহত করতে মাঠে থাকবে। আমরা সকল নেতা কর্মীদের নিয়ে মাঠে থাকবও দিন যাতে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে।
এছারও জেলার জগন্নাথাপুরে বিএনপি জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না