সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার স্মার্ট কর্নার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রমিজ বিপণিস্থ কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে এই স্মার্ট কর্নারের উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্েয তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। তাই করতে পেরেছি আমরা। আমাদের দেশের নেতৃত্ব পৃথিবীর সেরা নেতৃত্ব।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশের উন্নয়ন ও দেশের মানুষের উন্নয়ন ব্যাপক হয়েছে। উন্নয়ন চলমান আছে। দেশের প্রায় ৫ কোটি মানুষকে প্রণোদনা ও ভাতা দেয়া হচ্ছে।
তিনি বলেন, অনলাইন ক্যাম্পেইন ট্রেনিংয়ের মাধ্যমে নেতা-কর্মীদের দক্ষতা বাড়বে। সারা দেশের যোগাযোগ রক্ষা করা সহজ হবে এবং গুজব ও কুসংস্কার বন্ধ করার দক্ষতাও বাড়বে।
তিনি আরও বলেন, এবারের জাতীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে সকলে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরুষ কর্মীর পাশাপাশি মহিলা কর্মীও নিয়োগ দিতে হবে।
স্মার্ট কর্নারের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম ও শামীম আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক অ্যাড. কল্লোল তালুকদার চপল, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, আসাদুজ্জামান সেন্টু ও জীতেন্দ্র তালুকদার পিন্টু, সদস্য ফারুক আহমেদ প্রমূখ। ওইদিন সকাল থেকে দিনব্যাপী জেলা আওয়ামী লীগের উদ্েযাগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নেতা-কর্মীদের নিয়ে অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং অনুষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না