মোঃ রানা সন্যামত, বরিশাল:
বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় দুধল ইউনিয়নের গোমা ফেরিঘাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত ও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোমা ফেরিঘাট পল্টনে ফেরির অপেক্ষায় ছিলেন পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কালিশুরি ইউনিয়নের মানখাম গ্রামের কার্তিক চন্দ্র হালদারের স্ত্রী ও কলেজ পড়ুয়া কন্যা কান্তা মনি কথা ও তার স্বামী নিধন মন্ডল। এ সময় ওপার থেকে ছেড়ে আসা ফেরিতে একটি মালবাহী ট্রাক ফেরি থেকে ওঠার পথে পল্টনে বসে থাকা নিহত কান্তা মনি কথা সহ তার মা ও স্বামীকে ধাক্কা দেয়। তাদের গায়ে ধাক্কা লাগলে কান্তা মনি কথা ট্রাকের তলে চাপা পড়ে। তখন ট্রাক চাপায় কান্তা মনি কথার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটন স্থানে কান্তা মনি নিহত হয়। ট্রাকের ধাক্কা লেগে অপর দুইজনও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
নিহত কান্তা মনির পিতা, কার্তিক চন্দ্র হালদার গণকণ্ঠকে জানান, আমার মেয়ে কান্তা ঢাকা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন। কান্তামণি তার স্বামী ও মাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে এই দুর্ঘটনার স্বীকার হয়। আমার স্ত্রী ও মেয়ে জামাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত কান্তার মরাদেহ বাকেরগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘাতক ট্রাক পিরোজপুর ই- ৮১-০০০১ পালাতে পারেনি থানায় আনা হচ্ছে। ০১৭২৮০০০০৭১৭
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না