জগন্নাথপুরে মন্ত্রী মান্নানের সভা বয়কট আওয়ামী লীগের!
- আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১৬২
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সমাবেশ বয়কট করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুইয়ার নেতৃত্বে সহস্রাধিক নেতাতর্মী সমাবেশ থেকে বেরিয়ে যান।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়। বিধি অনুযায়ী মিজানুর রশীদ ভুইয়ার সভাপতিত্ব করার কথা থাকলেও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উত্তেজনা দেখা দিলেও জেলা কমিটির সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন মিজানুর রশীদকে নিবৃত করেন। এ সময় মাইকে তার নাম না ডাকায় মঞ্চেই মিজানের বক্তব্য দেওয়ার বিষয়টি মন্ত্রীকে কানে কানে বলেন পলিন। তাতে মন্ত্রী মান্নান রাগান্বিত হয়ে বলেন, না, মিজান আওয়ামী লীগের কেউ না। সে বক্তব্য দিতে পারবে না’। এ সময় মিজানুর রশীদ মঞ্চে দাড়িয়ে বলেন, আমি নাকি আওয়ামী লীগের কেউ না, আমরা এ সভা বয়কট করলাম’।
উল্লেখ,গত বছরের ১৬ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের উপস্থিতিতে আকমল হোসেনকে সভাপতি ও রেজাউল আলম রিজুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সহ-সভাপতি করা হয় মিজানুর রশীদ ভুইয়াকে, যুগ্ন-সম্পাদক করা হয় আবুল হাসানকে। সভাপতি আকমল হোসেন মারা গেলে সিনিয়র সহ-সভাপতি মিজানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ অনুমতিও দেয়। কিন্তু স্থানীয় এমপি, পরিকল্পনা মন্ত্রী তাকে কোনোভাবেই মেনে নিতে পারেন নি।
মিজানুর রশীদ ভুইয়া বলেন, এখানে দলীয় গঠনতন্ত্র মানা হয় না। মন্ত্রী মান্নানের কথাই শেষ কথা। কেন্দ্রীয় আওয়ামীগকেই তিনি তুচ্ছতাচ্ছিল্ল করে কথা বলেন।