বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার উন্নয়নের ১৫ বছর এবং বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে উক্ত সমাবেশের আয়োজন করেছেন উপজেলা আওয়ামী লীগ। দেশজুড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন মহোৎসবের মাসে বঙ্গবন্ধু টানেল এর শুভ উদ্বোধন, বাগমারা উপজেলার উন্নয়নের ১৫ বছর এবং ভবিষ্যৎ স্মার্ট বাগমারা গড়ার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ।
উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন বাগমারা উপজেলার সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলী, সরকারি কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমামগণ ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।সুধী সমাবেশ উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ।
উক্ত সুধী সমাবেশের মাধ্যমে এক স্থানে বসেই দেশের উন্নয়ন চিত্রের পাশাপাশি জানতে পারবে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড।বিশেষ করে আগামীর স্মার্ট বাগমারা বিনির্মাণে সুধীজনদের মতামতকে প্রাধান্য দেয়া হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না