মমিনুল ইসলাম:
ঘূর্ণিঝড় ‘হামুন’র কারণে পূর্ব সর্তকতা হিসেবে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে হঠাৎ করে লঞ্চ বন্ধের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে লঞ্চঘাটে এসে ফিরে যাচ্ছেন। মঙ্গলবার মোহনপুর দেখা যায়, শত শত যাত্রীর ভিড়। সবগুলো পন্টুন গেট বন্ধ করে দেওয়ায় তারা বাইরে অবস্থান করছেন। এসময় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চাঁদপুর থেকে বিভিন্ন রুটে লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বিকেল ৫টার দিকে নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ঘূর্ণিঝড় হামুন জন্য ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এই সংকেতের মানে, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুন-এর কারণে চাঁদপুর নদী বন্দর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না