খুলনা, সংবাদদাতা:
খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে স্থানীয় বাবলু ও ফারুকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক বাবলু ও ফারুক জানান, দুটি বসতঘর ও একটি রান্নাঘর অতি কষ্টে তৈরি করে পরিবার নিয়ে বসবাস করা অবস্থায় আগুনে ঘরসহ সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গত সোমবার দিবাগত রাতে স্থানীয় বাবলুর একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের একটি ঘরে ও ফারুকের ঘরে ছড়িয়ে পড়ে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।
কয়রা থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল আহাদ জানান, আগুন লাগার খবরের মেসেজ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে সরু রাস্তা ও পানি সংকটের মধ্যেও আগুন নেভানোর চেষ্টা করেছি।
তিনি আরো জানান কাঠের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আমরা পৌছানোর আগেই সব প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নগদ টাকা সহ বাড়ির সব জিনিসপত্র সহ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না