মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগরের সুটিয়ায় একসাথে জন্ম নেয়া ৪ নবজাতক শিশু ও তাদের বাবা-মাকে জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা, খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার, ২৪ আক্টোবর দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুনের পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স জীবননগর বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছা: তহমিনা খাতুন (২৪) এর বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ সুপারের প্রেরিত আর্থিক সহায়তা, খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন। এসময় নবজাতক শিশুদের ও মায়ের খোঁজখবর নেন।
উল্লেখ সুটিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছা: তহমিনা খাতুনের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত ৪ অক্টোবর যশোর আদ্বদীন হাসপাতালে একই সাথে ২পুত্র ও ২ কন্যা সন্তানসহ মোট ৪ সন্তান জন্মগ্রহণ করে। শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সোমবার পর্যন্ত যশোরে হাসপাতালেই অবস্থান করেন। নবজাতকদের চার ভাইবোনের নাম রাখা হয় যথাক্রমে জুমান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া। গত রবিবার ছোট মেয়ে জিনিয়া অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না