ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশি আর নেই
- আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৮৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী (৬৫) হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড. নাসিরুল ইসলাম।
মুহাম্মদ সাদেক কুরাইশী ব্যক্তিগতভাবে ২ কন্যা সন্তানের জনক। তিনি কয়েকদিন আগে ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যান।
তার কন্যা সামিয়া কুরাইশী এ বছর ৪১ তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। মুহাম্মদ কুরাইশী মঙ্গলবার দুপুর ১২ টার বিমানে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। কিন্তু রওনা দেওয়ার পূর্বেই তিনি মেয়ের বাসায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাকে ঢাকা উত্তরার লুবনা হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মুহাম্মদ সাদেক কুরাইশী এক সময় আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকলে দলীয নেতাকর্মীদের উপর নিপিড়ন নির্যাতন শুরু হলে দলের সংকটময় মুহুর্তে ২০০২ সালের১৪ অক্টোবর জেলা কমিটি ভেঙ্গে দিয়ে মুহ: সাদেক কুরাইশীকে আহবায়ক করে জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের২২ মে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং কাউিন্সিলে মুহাম্মদ সাদেক কুরাইশী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১৪ সালের ১৬ অক্টোবর তাকে ২য় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সর্বশেষ ২০১৯ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত কাউিন্সিলে মুহাম্মদ সাদেক কুরাইশীকে জেলা আওয়ামীলীগর সভাপতি পদে নির্বাচিত করা হয়। তিনি একাধাারে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে তিনি মানবিক গুনের পরিচয় দিয়ে সকল শ্রেনীর মানুষের সেবায় এগিয়ে গেছেন। তার কার্যালয়ে এসে কেউ সহযোগিতা না দিয়ে ফেরত যান নি। তিনি গরীব অসহায় মানূসের চিকিৎসার জন্য অনুদান,মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অনুদান প্রদান, কন্যাদায়গ্রস্থ পরিবারকে অনুদান প্রদান করেন। এছাড়াও মসজিদ মন্দির ঈদগা নির্মাণ সংস্কার তো আছেই।
জানা যায়, আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে তার মরদেহ ঠাকুরগাঁওয়ে আনা হবে এবং আগামীকাল নামাজে জানাজা শেষে ইসলামনগর মসজিদের পাশে তাকে আগামীকাল সমাহিত করা হবে।