ময়মনসিংহে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৬৭
ষ্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধুর অনবদ্য সৃষ্টি উপজেলা দিবস পালন উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে রবিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর গঙ্গাদাস রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসাবে বক্তব্যে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম বলেন, আমাদের দলের পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি ইসরাইলী বাহিনী কর্তৃক মুসলমানদের উপর চলমান হামলার প্রতিবাদ জানাই।
এসময় আবদুল আউয়াল সেলিম বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন বলেই উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে উপজেলার মাধ্যমে গ্রামাঞ্চলে ঘরে-ঘরে পৌছানো সম্ভব হচ্ছে।
দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দুলালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, সাব্বির হোসেন বিল্লাল, লাল মিয়া লাল্টু, এবি ছিদ্দিক, জাতীয় যুব সংহতির আহবায়ক শরীফ খান পাঠান মিল্টন, জাতীয় তরুণ পার্টির সবাপতি কাউসার আহমেদ, জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা শাখার সভাপতি তুষাড় আহমেদ, ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রমজান আলী, সাবেক আহবায়ক মকবুল হোসেন,দাপুনিয়ার আহবায়ক সুরুজ আলী, ঘাগড়ার সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সিরতা ইউনিয়নের আহবায়ক আজিজুল হক মেম্বার, চরনিলক্ষিয়া ইউনিয়নের লিটন চিশতী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টি, উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মীরা অংশ নেন।