মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:
জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ আসনে আমি হতে চাই না দুর্নীতিবাজ কোন নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা। এভাবেই গানে গানে গামছা প্রতিক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়েছেন কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে গতকাল রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। নকুল কুমার বিশ্বাস বলেন, সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি।
এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এ দেশে আওয়ামী লীগের বাহিরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।
নকুল কুমার বিশ্বাস বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাই-বোনের মতো। একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।
তিনি আরো বলেন, আমি বরিশাল -২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাবো তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নকুল কুমার বিশ্বাসসহ তার সকল সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর গামছা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না