মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:
বরিশালে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের সদস্যরা। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ বছর ধরে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামাল নিজের ইচ্ছে মতো অর্থ আত্মসাতসহ সাধারণ সদস্যদের সদস্য পদ বাতিল করে মনগড়া লোকজনকে সদস্য পদ দিয়েছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে তার সদস্য পদ বাতিল করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন সাধারণ সদস্যরা। এ সময় তারা সম্পাদকের বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানান।
তাদের দাবিগুলো হলো, সংগঠনের ১৪ বছরের হিসাব দেওয়া, সংগঠনের জমি ও অফিস ইউনিয়নের নামে নামকরণ, শ্রমিকদের পক্ষে প্রতিবাদ করায় যাদের সদস্য কার্ড বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে সদস্য কার্ড বহাল রাখা, শ্রমিক না হয়েও যারা সদস্য কার্ড পেয়েছেন তাদের কার্ড বাতিল করা। মানববন্ধনে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রিপন, মো. টিটু, মো. আনোয়ারসহ প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না