সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান বলেছেন, পুলিশ বাহিনী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যেমন অপরাধ দমনে কৃতৃত্ব দেখাচ্ছে, তেমনিভাবে কর্মদক্ষতা ও সেবাদিয়ে জনগণের বন্ধু হয়ে উঠেছে। তিনি সুনামগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সস্পাদক জাকির হোসেনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বর্তমান সহসভাপতি মো. মাসুক মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, কোষাধ্যক্ষ মো. দিলাল আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক মনোয়ার চৌধুরী,দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সদস্য মো. রুহুল আমিন,মোশারফ হোসেন লিট, শাহরিয়ার বাপ্পি প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না