০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সুন্দরবনকে বাঁচাতে বাঘ সংরক্ষণ করতে হবে: উপমন্ত্রী হাবিবুন নাহার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ১১৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোক্তার হোসেন,খুলনা:

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনএ এ দেশের দক্ষিণাঞ্চলকে মাতৃস্নেহে আগলে রেখে, জলবায়ু পরিবর্তনগত কারণে প্রকৃতির নানান দূর্যোগ,সুন্দরবন রক্ষা করে আসছে। এই সুন্দরবনের অনন্য প্রজাতির প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার। যে প্রাণী এটিকে টিকিয়ে রেখেছে। সুন্দরবন মায়ের মত, সুন্দরবন রক্ষা করতে বাঘ সংরক্ষণের বিকল্প” নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, খুলনার কয়রায় সচেতনতামূলক সভায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বনজীবীদের মানসিক উন্নতির প্রয়োজন আছে। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে তাঁদেরকে বিকল্প কর্মসংস্থানে আত্মনিয়োগ হতে হবে। গতকাল কাশিয়াবাদ স্টেশন চত্বরে বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের অংশগ্রহণে বাঘ সংরক্ষণে সমন্বয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বনজীবীদের উদ্দেশ্যে উপমন্ত্রী আরও বলেন, সারা দেশ উন্নত হচ্ছে, আপনারা কেন এখনো জেলে থাকবেন? পেশা বদলাতে হবে, সন্তানদের মানুষ করতে হবে। অনেক কিছু করার মতো কাজ রয়েছে। সেসব পেশায় নিয়োজিত হতে হবে।
উপমন্ত্রী বলেন, ‘সুন্দরবনকে ভালোবাসতে হলে প্রতিটি গাছ ও প্রাণীকে ভালোবাসতে হবে। বাঘ সুন্দরবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ রক্ষা করতে হবে। বন্য শূকর ও হরিণ পর্যাপ্ত পরিমাণে থাকলে বাঘ এলাকায় আসে না। বাঘের খাদ্যের অভাব না হলে বন ছেড়ে লোকালয়ে আসে না। বাঘ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে, সুন্দরবন বাঁচানোর পাশাপাশি বাঘ,হরিণ সহ নানা প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. আবু সাঈদের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও কাজী মুহা. নুরুল করিম, খুলনা ডি-সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউছুফ আলী, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সুন্দরবনকে বাঁচাতে বাঘ সংরক্ষণ করতে হবে: উপমন্ত্রী হাবিবুন নাহার

আপডেট সময় : ০৫:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোক্তার হোসেন,খুলনা:

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনএ এ দেশের দক্ষিণাঞ্চলকে মাতৃস্নেহে আগলে রেখে, জলবায়ু পরিবর্তনগত কারণে প্রকৃতির নানান দূর্যোগ,সুন্দরবন রক্ষা করে আসছে। এই সুন্দরবনের অনন্য প্রজাতির প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার। যে প্রাণী এটিকে টিকিয়ে রেখেছে। সুন্দরবন মায়ের মত, সুন্দরবন রক্ষা করতে বাঘ সংরক্ষণের বিকল্প” নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, খুলনার কয়রায় সচেতনতামূলক সভায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বনজীবীদের মানসিক উন্নতির প্রয়োজন আছে। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে তাঁদেরকে বিকল্প কর্মসংস্থানে আত্মনিয়োগ হতে হবে। গতকাল কাশিয়াবাদ স্টেশন চত্বরে বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের অংশগ্রহণে বাঘ সংরক্ষণে সমন্বয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বনজীবীদের উদ্দেশ্যে উপমন্ত্রী আরও বলেন, সারা দেশ উন্নত হচ্ছে, আপনারা কেন এখনো জেলে থাকবেন? পেশা বদলাতে হবে, সন্তানদের মানুষ করতে হবে। অনেক কিছু করার মতো কাজ রয়েছে। সেসব পেশায় নিয়োজিত হতে হবে।
উপমন্ত্রী বলেন, ‘সুন্দরবনকে ভালোবাসতে হলে প্রতিটি গাছ ও প্রাণীকে ভালোবাসতে হবে। বাঘ সুন্দরবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ রক্ষা করতে হবে। বন্য শূকর ও হরিণ পর্যাপ্ত পরিমাণে থাকলে বাঘ এলাকায় আসে না। বাঘের খাদ্যের অভাব না হলে বন ছেড়ে লোকালয়ে আসে না। বাঘ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে, সুন্দরবন বাঁচানোর পাশাপাশি বাঘ,হরিণ সহ নানা প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. আবু সাঈদের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও কাজী মুহা. নুরুল করিম, খুলনা ডি-সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউছুফ আলী, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন