১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রিপন গুণে’র স্বরচিত কবিতা: দেবীর আগম

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৮৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন গুণে’র স্বরচিত কবিতা:
‘দেবীর আগমনী’
দেবী! তোমার আগমনীর বার্তা শুনি
মহালয়ার শুভ ক্ষণে……
তাই তো দিগন্ত জুড়ে,
এলোকেশী বুনো মেঘেদের আনাগোনা
দুরন্ত কিশোরীর ওড়না হয়ে, বৃষ্টিকে জাপটে ধরে
প্রকৃতি জানান দেয়- ‘মাগো’ তুমি আসছো!
দশভুজা তোমায় স্বাগত জানাবে বলে
ভোরের দুব্বা ঘাসে জমেছে শিশিরকনা,
শিশিরস্নাত শিউলির বিছানা পূর্ণতা পাবে-
তোমার আলতা রাঙা পায়ের স্পর্শে।
দেবী পক্ষের আগমনী বার্তায়
নদীর তীরে ঝিরিঝিরি বাতাসে- কাশফুলের দোলা,
পথে প্রান্তরে, ধানের ক্ষেতে ছাতিম ফুলের সুবাস-
তোমার আগমনী সুর তুলেছে এ ধরায়।
মাগো তোমার আগমনে-
বকুল, টগর, শিউলি ফুলে বাগান উঠেছে ভরে,
মাধবী, মালতী, টগর, যূথী- ফুটেছে আঙিনায়।
পরিশ্রান্ত ভাস্করের ঘামে ভেজা শরীর
জানান দেয়, তুমি আসছো !
তারা সব ব্যস্ত এখন, নিজ সৃষ্টির পানে,
অসুরদলনী সিংহবাহিনী দেবী দুর্গা..
কার্তিক-গণেশ, লক্ষ্মী-সরস্বতী’র প্রতিমা তৈরিতে।
আকাশ বাতাস আনমনা সব
তোমার আগমনী সুর শুনে,
চারদিকে ব্যস্ত হাতের আনাগোনা
সবাই উঠেছে মেতে, সেরা সংগ্রহের নেশায়,
ক’দিন পর, মা যে আসছে ধরায়।
অসুর মর্দিনী রূপে এ ধরায় তোমার আগমনে
হিংসা-বিদ্বেষ সব ভুলে, এক হবে সবাই-
বেজে উঠবে কাঁসর ঘণ্টা, ঢাকের কাঠিতে বোল।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রিপন গুণে’র স্বরচিত কবিতা: দেবীর আগম

আপডেট সময় : ১১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন গুণে’র স্বরচিত কবিতা:
‘দেবীর আগমনী’
দেবী! তোমার আগমনীর বার্তা শুনি
মহালয়ার শুভ ক্ষণে……
তাই তো দিগন্ত জুড়ে,
এলোকেশী বুনো মেঘেদের আনাগোনা
দুরন্ত কিশোরীর ওড়না হয়ে, বৃষ্টিকে জাপটে ধরে
প্রকৃতি জানান দেয়- ‘মাগো’ তুমি আসছো!
দশভুজা তোমায় স্বাগত জানাবে বলে
ভোরের দুব্বা ঘাসে জমেছে শিশিরকনা,
শিশিরস্নাত শিউলির বিছানা পূর্ণতা পাবে-
তোমার আলতা রাঙা পায়ের স্পর্শে।
দেবী পক্ষের আগমনী বার্তায়
নদীর তীরে ঝিরিঝিরি বাতাসে- কাশফুলের দোলা,
পথে প্রান্তরে, ধানের ক্ষেতে ছাতিম ফুলের সুবাস-
তোমার আগমনী সুর তুলেছে এ ধরায়।
মাগো তোমার আগমনে-
বকুল, টগর, শিউলি ফুলে বাগান উঠেছে ভরে,
মাধবী, মালতী, টগর, যূথী- ফুটেছে আঙিনায়।
পরিশ্রান্ত ভাস্করের ঘামে ভেজা শরীর
জানান দেয়, তুমি আসছো !
তারা সব ব্যস্ত এখন, নিজ সৃষ্টির পানে,
অসুরদলনী সিংহবাহিনী দেবী দুর্গা..
কার্তিক-গণেশ, লক্ষ্মী-সরস্বতী’র প্রতিমা তৈরিতে।
আকাশ বাতাস আনমনা সব
তোমার আগমনী সুর শুনে,
চারদিকে ব্যস্ত হাতের আনাগোনা
সবাই উঠেছে মেতে, সেরা সংগ্রহের নেশায়,
ক’দিন পর, মা যে আসছে ধরায়।
অসুর মর্দিনী রূপে এ ধরায় তোমার আগমনে
হিংসা-বিদ্বেষ সব ভুলে, এক হবে সবাই-
বেজে উঠবে কাঁসর ঘণ্টা, ঢাকের কাঠিতে বোল।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন